Speech by the President of India, Shri Pranab Mukherjee on the Occasion of Launch of Akashvani Maitree Channel
সমবেত সুধীজন,
1. আজ আকাশবাণী মৈত্রী চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।এই চ্যানেলটির সূচনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্কে এক নতুন অধ্যায় সংযোজিত হতে চলেছে।আকাশবাণী মৈত্রী হল আকাশবাণীর এক অভিনব প্রয়াস যা কেবলমাত্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিদের কাছে পৌঁছবে।